Thursday, November 1

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ১৩০ জন চাষীকে জনপ্রতি ২ কেজি ভূট্টা, ১২০ জনকে ৫ কেজি করে বোরো ধানের বীজ ও ১১৫ জন কে ১ কেজি করে সরিষা বীজ এবং প্রত্যেক চাষীকে ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
২০১৮-১৯ইং মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৬৫ জন প্রান্তিক চাষীদের মধ্যে এসব বিতরণ করা হয়।

নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা সভাক্ষকে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজিব সরকার,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ইউপি সদস্য রইছ উদ্দিন, ছাত্রনেতা মামুন রশিদ রাজু।

কানাইঘাট নিউজ ডটকম/০১ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়