Thursday, November 8

বাহুবলি-টু’র রেকর্ড ভাঙল ‘সরকার

কানাইঘাট নিউজ ডেস্ক:
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। গত ৬ নভেম্বর তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা সরকার। সিনেমাটি শুরু থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিন ভারতের তামিল নাড়ুতে সিনেমাটির আয় ৩০ কোটি রুপি।
সিনেমাটির আয় প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সরকার সিনেমাটি তামিল নাড়ুতে বাহুবলি-টু’র আয় ছাড়িয়েছে। আশা করা হচ্ছে, এটি তামিল নাড়ুতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হবে।’
সূত্রটি আরো বলেন, ‘সিনেমাটি পাশের রাজ্য- কেরালা ও কর্ণাটকেও বেশ ভালো ব্যবসা করছে। এ ধরনের সাড়া একমাত্র রজনীকান্তের সিনেমায় দেখা যায়। উইকেন্ডে সিনেমার আয় আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।’
জানা গেছে, প্রথম দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। উইকেন্ড শেষে এর আয় দুই শ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
সরকার সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-কীর্তি সুরেশ, বরালক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবি প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়