Monday, November 12

সিলেট-৫ আসনে মনোনয়ন চাইলেন হাফিজ অাহমদ মজুমদার

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন আসনটির সাবেক সংসদ সদস্য ও রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফজ আহমদ মজুমদার। সোমবার বিকাল ৫টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হাফিজ মজুমদারের পক্ষে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে পলাশ সিলেট-৫ আসনে হাফিজ মজুমদারের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। যদিও সোমবার দুপুর ২টার দিকে হাফিজ মজুমদারের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের ব্যপারে সিলেটভিউ থেকে মোস্তাক আহমদ পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে বিকাল ৫টার দিকে মনোনয়ন ফরম জমা দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়