Monday, November 12

দুটি ডাবল সেঞ্চুরিতে মুশফিকের ইতিহাস

কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে দুইটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে সোমবার দিনের শেষ সেশনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ওই ম্যাচে মুশফিক ২০০ রান করে আউট হয়েছিলেন।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত চারটি ডাবল সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে মুশফিকুর রহিম করেছেন দুইটি। তামিম ইকবাল করেছেন একটি ও সাকিব আল হাসান করেছেন একটি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেছিলেন তামিম। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন সাকিব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়