Wednesday, November 28

সিলেট-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মামুনুর রশীদ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মামুনুর রশীদ মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বুধবার বিকেলে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল হক, দিদার লস্কর, মিজানুর রহমান ডিপজল, নাজিম উদ্দিন, ঈসমাইল হোসেন সেলিম, আব্দুলাহ আল মামুন সামন, সামসুল ইসলাম লেইছ, নাসির উদ্দিন সাদিক প্রমুখ। মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যমের নিজের প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী দেয়া হয়েছে এবং সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি। কানাইঘাট-জকিগঞ্জের জনগণ আমার দিকে তাকিয়ে আছে। ইনশাল্লাহ আমি তাদের আশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এই নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়