Wednesday, September 26

কানাইঘাট ফুটবল দলকে প্রশাসনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কানাইঘাট উপজেলা ফুটবল দল সদ্য সমাপ্ত সিলেট জেলা পর্যায়ের খেলায় রানার্সআপ হওয়ায় টিমের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন
চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি লুসিকান্ত হাজং, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা রিংকু চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী এমকে রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর সহ ক্রীড়া সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। খেলোয়াড়দের অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের পুরো খেলায় কানাইঘাট ফুটবল টিমের সকল খেলোয়াড়দের নৈপূণ্যে উপজেলাবাসী গর্বিত হয়েছে। কানাইঘাটের ক্রীড়াঙ্গন ও বিশেষ করে ফুটবল কে এগিয়ে নিতে তরুণ এসব ফুটবলারদের প্রশিক্ষনের উপর গুরুত্ব দেন সবাই। সেই সাথে আগামী কিছু দিনের মধ্যে সিলেট জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ উপজেলা মুহিতকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে সভায় শক্তিশালী টিম গঠনের উপর আলোচনা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত উপজেলা অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের খেলার সামগ্রী উপহার দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

কানাইঘাট নিউজ ডটকম/২৬সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক