Wednesday, September 26

কানাইঘাট পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ! মানিক সভাপতি, জসিম সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট খেয়াঘাট বাস স্ট্যান্ড শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয় খেয়াঘাট বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী আব্দুল মালিক মানিক (ছাতা) প্রতীক নিয়ে ৩৭, সহ-সভাপতি পদে আব্দুন নূর (মাছ)
প্রতীক নিয়ে ২৯, সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন (ডাব) প্রতীক নিয়ে ৩৫, সহ-সাধারণ সম্পাদক পদে ময়নুল হক (ফ্যান) প্রতীক নিয়ে ৩৬, দপ্তর সম্পাদক পদে আব্দুল মুমিন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২৬, কোষাধ্যক্ষ পদে আব্দুল মজিদ (প্রজাপতি) প্রতীক নিয়ে ৩৩ এবং সদস্য পদে ফখর উদ্দিন (আম) প্রতীক নিয়ে ৪৩ ও ফয়েজ আহমদ (ফুটবল) প্রতীক
নিয়ে ৩৬ ভোট পেয়ে নিবার্চিত হন। ৯টি পদের এ নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, রির্টানিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন মাস্টার মাসুক আহমদ, লুৎফুর রহমান, বদরুল আলম। পাথর ব্যবসায়ীদের এ নির্বাচন কে ঘিরে খেয়াঘাট এলাকায় রীতিমতো উৎসবের আমেজ তৈরী হয়। ভোট চলাকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে প্রার্থী সহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা 
আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম
আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর মেয়র নিজাম উদ্দিন,
জেলা পরিষদের ১৫নংওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, সদর ইউপি আওয়ামী লীগের আহবায়ক হোসেন আহমদ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরীফুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মোঃ আব্দুন নূর, কানাইঘাট নিউজ ও কেটিভির সম্পাদক মাহবুবুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কমিটির সদস্য বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী সফর আলী মেম্বার, হাজী ফরিদ আহমদ ডিলার, যুবনেতা এনামুল হক, নুরুল আমিন। শান্তি শৃংখলার দায়িত্বে ছিলেন থানা পুলিশের এসআই আবু কাওছার সহ একদল পুলিশ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে যানবাহন করে আনন্দ মিছিল করেন। নির্বাচনে সমিতির তালিকাভূক্ত ৬৯জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/২৬সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়