Monday, September 17

কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম সংবর্ধিত

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সংযুক্ত আরব-আমিরাত সংক্ষিপ্ত সফর উপলক্ষে কানাইঘাট প্রেসক্লাব ও কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (১৭ সেপ্টেম্বর) সিলেট নগরীর এক অভিজাত রেস্তোরায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার ও ওকেনিউজ অনলাইন টিভি’র সিলেট ব্যুরো চীফ কাওছার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মাসুম, যুগ্ম সম্পাদক আলী আহমদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য জামিল আহমদ মারুফ, রেজাউল করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা রহমান, ৩নং ইউপি যুগ্ম সম্পাদক আবুল হোসেন চৌধুরী, কাওসার আহমদ ও দৈনিক সিলেটের দিনকালের বিশেষ প্রতিনিধি হাফিজ আহমদ সুজন প্রমুখ। 

 কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৭সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক