Monday, September 17

নিরাপদ সড়ক নিশ্চিত করতে কানাইঘাটের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী দুপুর ১২টায় সকল জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,অভিবাবক ও শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এ উপলক্ষে কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কর্মসূচী একযোগে পালনের লক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,জনপ্রতিনিধি,পরিবহন সংগঠন,নিরাপদ সড়ক চাই(নিসচা)’র নেতৃবৃন্দের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কয়েক দফা মতবিনিময় সভা করেছেন। আজ সোমবার তাঁর কার্যালয়ে কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ সম্পাদক আব্দুন নূর সহ অনেকের উপস্থিতিতে আগামী ৩০সেপ্টেম্বর কানাইঘাটে স্বত:ফূর্তভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের পাশাপাশি সবাইকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য আহবান জানান। তিনি সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মিডিয়া কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন। 

কানাইঘাট নিউজ ডটকম/১৭সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়