Monday, September 17

কানাইঘাটে রাধাষ্টমী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক: শ্রীমতি রাধাষ্টমী উপলক্ষে আন্তর্জাতিক  কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কানাইঘাটের উদ্যোগে দিনভর সোমবার নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাইঘাট বাজারের সার্বজনীন পূজা মন্ডপ উষা বাবুর বাড়িতে রাধাষ্টমী উপলক্ষে ইসকন কর্তৃক কীর্তন মেলা রাধারানীর অভিষেক ও ব্যাস পূজা প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে হিন্দু সম্প্রদায়ের বিপূল সংখ্যক নারী,পুরুষের সমাগম ঘটে। ইসকন কানাইঘাটের সভাপতি শ্রী রঙ্গ গৌর হরি দাস রনজিত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাসের পরিচালনায় বিকেল ২টার দিকে রাধাষ্টমীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে (সিলেট-৫)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,যুগ্ন আহবায়ক এড.আব্দুছ সাত্তার,এড.মামুন রশীদ,পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্র শিল্পী বানু লাল দাস,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গা কুমার দাস,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ সম্পাদক আব্দুন নূর,আওয়ামী লীগ নেতা সাইফুল আলম,শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান,সাংগঠনিক সম্পাদক আলংগীর হুসেন,যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী,ইসকন কানাইঘাট,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে মাসুক উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ উৎসব মূখর পরিবেশে তাঁদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সব ধর্মের মানুষ সুরক্ষিত রয়েছে। সেই লক্ষে ধর্মীয় আচার-আচরণ পালন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে জাতি-ধর্ম নির্বিশেষে উন্নয়ন ও শান্তির দ্ধারা অব্যাহত রাখতে তিনি পুণরায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক