Tuesday, July 17

‘রাজনীতিকে জঙ্গি-রাজাকারমুক্ত করতে হবে’

কানাইঘাট নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে টেকসই রাজনীতি ও অর্থনীতির প্রয়োজন। টেকসই রাজনীতির জন্য রাজনীতিকে জঙ্গি-রাজাকারমুক্ত করতে হবে। আর টেকসই অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করতে হবে।’ মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইআরএফ লেখক সম্মাননা, ইআরএফ ডিরেক্টরি ও ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মন্ত্রী বলেন, ‘ব্যাংকের সংখ্যা নিয়ে সমালোচনা থাকলেও আমি মনে করি এটি ঠিক আছে। কেননা এর ফলে শাখার সংখ্যা বাড়ছে। বহু মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারছে। এতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রসার ঘটছে।’ তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব ও তার প্রতি দেশের মানুষের অগাধ আস্থার কারণে দেশ স্বাধীন হয়। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর জঙ্গি, রাজাকার ও পাকিস্তানপন্থীদের রাজনীতির সুযোগ ঘটে। এতে সংবিধানের মূলনীতি থেকে বিচ্যুতি হয়। ওই সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হয়নি, বরং দারিদ্র্য বেড়েছে। ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর শামসুল আলম বেলাল ও বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়