Tuesday, July 17

জাসদ নেতা কবির কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মনোনীত

কানাইঘাট নিউজ ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী কবির উদ্দিন কানাইঘাটের ঐতিহ্যবাহী দূর্গাপুর স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের উপদেষ্ঠা সদস্য মনোনীত হয়েছেন।কানাইঘাট বড়চতুল ইউপির মালীগ্রাম নিবাসী কবির উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় সমাজ সেবা মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কানাইঘাট উপজেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন্। এদিকে জাসদ নেতা মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সমাজসেবী কবির উদ্দিন দূর্গাপুর স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের উপদেষ্টা মনোনীত হওয়ায় থাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ আব্দুর রহিম, মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ। 

কানাইঘাট নিউজ ডটকম/১৭জুলাই ২০১৮/প্রেবি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়