Saturday, June 9

কেন্দ্রীয় জাপা নেতা শিল্পপতি এম.জাকির হোসেনের সৌজন্যে কানাইঘাটে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি এম.জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কানাইঘাটে সুধীজনদের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কানাইঘাট বাজার পানশী রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে জাপা সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিক, আলেম উলামাবৃন্দ, পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সহ সর্বস্তরের লোকজন ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে এক অডিও বার্তায় কানাইঘাট জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ব্যক্তিত্ব শিল্পপতি এম.জাকির হোসেন বলেন, কানাইঘাট-জকিগঞ্জকে সবদিক থেকে এগিয়ে নিতে হলে সম্মিলিত ভাবে রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে উঠে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। প্রবাসে অবস্থানরত আমরা সব সময় চাই এলাকার মানুষ সুখ শান্তিতে বসবাস করুক। জাকির হোসেন আরো বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, শিক্ষা ব্যবস্থার অমূল পরিবর্তন সাধিত করতে আমি আমার সাধ্যানুযায়ী মানুষের পাশে থেকে কাজ করে যাব। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কানাইঘাট পৌর ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মতিন। 

কানাইঘাট নিউজ ডটকম/০৯জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়