নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, পবিত্র মাহে রমযানের তাকওয়া অর্জন করে আমাদের প্রত্যেকের জীবনকে পরিচালিত করতে পারলে সমাজ থেকে সবধরনের ভেদাভেদ, প্রতিহিংসা দূর হবে। আসুন আমরা সবাই মিলে হেদায়তের মাস মাহে রমযানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দেশ ও জাতির কল্যাণে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সবাই একসাথে কাজ করি। তিনি আরো বলেন, বিগত ৪ বছরে কানাইঘাট-জকিগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। কানাইঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দূর্গাপুর স্কুল এন্ড কলেজের উন্নয়নে সবধরণের উদ্যোগ নেওয়া হবে। সেলিম উদ্দিন এমপি শনিবার বিকেল ৫টায় দূর্গাপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির উদ্যোগে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গভর্নিং বডির সভাপতি মুবশ্বির আলী চাচাইর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য, সমাজ সেবী কিউ.এম ফররুখ আহমদ ফারুক ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, উপজেলা জাপার সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সমাজ সেবী নূর উদ্দিন, বড়চতুল ইউ/পি বিএনপির সভাপতি আব্দুন নূর। স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, কলেজ গর্ভনিং বডির অভিভাবক সদস্য আলতাফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নূর আহমদ, আল-নোমান খছরু, দিলরুবা বেগম, সহকারী প্রধান শিক্ষক মামুন রশিদ, ইউ/পি সদস্য আব্দুল মুতলিব, ওলিউর রহমান, জাহাঙ্গীর আলম, মহিলা ইউ.পি সদস্যা নাজমা আখতার, জাপা নেতা আফতাব উদ্দিন আতাইসহ ইফতার মাহফিল অভিভাবকবৃন্দ, উপজেলা জাপার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সেলিম উদ্দিন এমপি দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাকা সীমানা প্রাচীর ও স্কুল গেইটের শুভ উদ্বোধন করেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৯জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়