Monday, May 7

কানাইঘাটে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৩টি মামলার পলাতক এক আসামী এবং ৩৫০গ্রাম গাঁজাসহ খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবক কে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের নিদের্শে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই হুমায়ূন কবির সহ একদল পুলিশ সোমবার বিকেল ৫টার দিকে সদর ইউপির বীরদল
পশ্চিম হাওর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী আজমল হোসেন কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। অপর দিকে থানার এস.আই পান্নালাল দেব ও এ.এস.আই খোরশেদ আলম একদল পুলিশ নিয়ে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক অভিযান চালিয়ে কানাইঘাট ঝিংগাবাড়ী ইউপির নারাইনপুর আগফৌদ গ্রামের মৃত মকবুল আলীর পুত্র খায়রুল ইসলাম কে তার বসত ঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেন। ধৃত খায়রুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা করেছে। প্রসঙ্গত যে, থানার ওসি আব্দুল আহাদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে মাদক ব্যবসায়ী তীর সিলং সহ যে কোন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানালে অনেকে থানা পুলিশ কে এব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করায় মাদক ব্যবসায়ী, অপরাধী ও পলাতক আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ সফল হচ্ছে বলে ওসি আব্দুল আহাদ "কানাইঘাট নিউজকে" জানিয়েছেন। 

কানাইঘাট নিউজ ডট.কম/০৭ মে ২০১৮ ই্ং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়