Sunday, April 22

কানাইঘাটে ডাকাতের গুলিতে নিহত ইফজালের বাড়িতে জেলা আ.লীগ নেতা মাসুক উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ গত শনিবার বিকেল ৫টায় ডাকাতের গুলিতে নির্মম হত্যাকান্ডের স্বীকার কানাইঘাট সদর ইউপির ছোটদেশ আগফৌদ গ্রামের ইফজাল উদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেছেন। এসময় তিনি ডাকাতের গুলিতে নিহত ইফজালের উদ্দিন অবুঝ ৪ সন্তানসহ স্ত্রী এবং বাবা-মা’ কে শান্তনা প্রদান করে বলেন, যারা হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে খোঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। আওয়ামী লীগ সরকার ন্যায় বিচারের বিশ্বাসী,খুনীরা রেহাই পাবে না। তিনি ইফজাল উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য তিনি আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান। তিনি ইফজাল উদ্দিনের কবর জিয়ারত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, আ’লীগ নেতা তাজ উদ্দিন, ইউ.পি সদস্য সুমন আহমদ, মুহিবুর রহমান, এবাদুর রহমান মজাই, শেখ আব্দুল করিম, ইউ.পি সদস্য আব্দুল গফুর, উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদুল কবির মান্না, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সভাপতি মাহফুজ ছিদ্দিকী, শ্রমিক নেতা আলমগীর হোসেইনসহ দলীয় নেতাকর্মীরা। মাসুক উদ্দিন আহমদ বলেন নিহত ইফজাল উদ্দিন আমাদের সংগঠনের একনিষ্ঠ কর্মী স্পেন বার্সিলোনা আ’লীগের সাধারণ সম্পাদক বিলাল আহমদের বড় ভাই পরিবারের সবাইকে সমবেদনা জানানোর জন্য আমি এখানে এসেছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়