Friday, March 2

কানাইঘাটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম কানাইঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে তাদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক ফোরাম নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং জাহেদ আহমদ ও মারুফ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, জেলা সাংস্কৃতিক ফোরামের সহ সভাপতি খোকন ফকির, সাধারণ সম্পাদক ইকবাল শাহীন, সাংগঠনিক সম্পাদক শহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম অনি, উপজেলা যুবলীগ নেতা সালেহ আকরাম, আলমগীর হোসেন, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, জেলা প্রজন্মলীগের প্রচার সম্পাদক খাজা শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাসান রিজভী, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির তারেক, দেলোয়ার হোসেন, শাহেদ আহমদ, জামিল আহমদ, জয় চক্রবর্তী মুন্না, আশফাক হোসেন, কাহির আলী সহ বেশ কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য শামসুল আলম সর্বসম্মতিক্রমে কানাইঘাট উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের কমিটি ঘোষণা করেন। এতে কামরুল ইসলামকে সভাপতি, আলমাছ উদ্দিন সহ সভাপতি, জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক, শহিদুল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, তাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, এনাম উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক, বিমল কুমার দাসকে কোষাধ্যক্ষ, দুদু মিয়াকে প্রচার সম্পাদক, আবুল বশরকে তথ্য ও প্রযুক্তি ও দপ্তর সম্পাদক, রূপজয় দাসকে সাহিত্য গবেষণা ও প্রকশনা সম্পাদক, বাবুর আহমদকে সংগীত বিষয়ক সম্পাদক, রহমত উল্লাহকে নাট্য বিষয়ক সম্পাদক, শিমুল দাসকে নিত্য বিষয়ক সম্পাদক, গীতা রানী দাসকে মহিলা বিষয়ক সম্পাদক, আল মাছুমকে সমজাকল্যাণ ও ক্রীড়া সমআদক, ইসমাইল আলীকে শিশু কল্যান সম্পাদক এবং সদস্য হিসেবে মনোনীত করা হয় সুজন আহমদ, ছালেহ আহমদ, আব্দুল গনি, রহিম উদ্দিন, শাহেদুজ্জামান, আশিক আহমদ, তারিকুল ইসলাম। কমিটি ঘোষণার পূর্বে প্রধান অতিথি উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের ৫ সদস্য উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করেন, তারা হলেন- জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম হারুন, শাহাব উদ্দিন ও বিধু লাল দাস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়