Monday, March 5

কানাইঘাট পৌর বিএনপির সভাপতিসহ ৩ জনের জামিন লাভ : কারাফটকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: 
 এক মাস কারা বরনের পর জামিনে মুক্তি পেয়েছেন কানাইঘাট পৌর বিএনপি’র সভাপতি কাউন্সিলর শরিফুল হক, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ শাহজাহান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সায়দুল ইসলাম মাসুম। সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। এ সময় কারা ফটকে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা জামিনে মুক্তিপ্রাপ্ত নেতাদের বিপুল ভাবে মাল্য ভূষিত করে সংবর্ধনা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বাঙালী, পৌর বিএনপি’র সহ-সভাপতি কাউন্সিলর আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, মহানগর ছাত্রদল নেতা সাদিক শিকদার, সাতবাঁক ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, বিএনপি নেতা মখলিছুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ রনি, উপজেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা ফাহিম আহমদ প্রমুখ। প্রসঙ্গ যে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সিলেটে আসার দিন কানাইঘাট বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপির সভাপতি কাউন্সিল শরীফুল হক সহ জামিনে মুক্তিপ্রাপ্তদের বিভিন্ন স্থান কানাইঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার আসামী দেখিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ। উক্ত মামলায় এক মাস কারা বরনের পর তারা জামিনে মুক্তি পান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়