Wednesday, March 14

কানাইঘাটে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সমাবেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: জৈন্তাপুর হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মুজম্মিল হকের খুনীদের ফাঁসির দাবীতে এবং আলেম উলামা ও ধর্মপ্রাণ মানুষের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে আগামীকল বৃস্পতিবার কানাইঘাট উত্তর বাজারে দুপুর ১২টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঈমান আকিদা সংরক্ষণ কমিটি কানাইঘাটের উদ্যোগে এ মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ সফলের লক্ষ্যে কওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা বিভিন্ন স্থানে মতবিনিময়, লিফলেট বিতরন, মাইকিং সহ ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমাবেশে সিলেট ও বৃহত্তর জৈন্তার উলামা মাশায়েখ এবং ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে মহাসমাবেশে কানাইঘাট উপজেলার সকল কৌমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে দলে দলে উপস্থিত থাকার জন্য ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং সাধারণ সম্পাদক মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী আহ্বান জানিয়েছেন। কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অভিযোগ মাজারপূজারী ভন্ড ও বেদাতীদের বর্বর হামলায় হাফিজ মুজম্মিল আলী শহীদ হয়েছেন। তার খুনীদের যতদিন পর্যন্ত গ্রেপ্তার ও তাদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়