Saturday, March 3

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার তপন কুমারের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার তপন কুমার দাসের বদলী জনিত উপলক্ষ্যে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের মিলনায়তনে শনিবার বিকেল ২টায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম খোরশেদ আলম, সদর দপ্তরের এজিএম কম গিয়াস উদ্দিন,কোম্পানীগঞ্জের এজিএম কম সিরাজুল ইসলাম,বিদায়ী সংবর্ধিত অতিথি তপন কুমার দাস। অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জিএম আবু হানিফ মিয়া বলেন, সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার তপন কুমার দাস পল্লীবিদ্যুতের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। আড়াই বছর দায়িত্ব পালনের সময় তিনি বিদ্যুৎ গ্রাহকদের অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করেছিলেন। নতুন কর্মস্থল মৌলভী বাজার পল্লীবিদ্যুৎ সমিতিতে তিনি আরো দক্ষতার সহিত গ্রাহকদের সব ধরনের সেবা প্রদান করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তারা তপন কুমার দাসকে সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। প্রসঙ্গত যে, তপন কুমার দাস কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মকরত থাকাকালীন সময় কানাইঘাটের শত শত গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সেবা দিয়েছেন। পল্লীবিদ্যুতের একজন সৎ অফিসার ছিলেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়