Saturday, February 10

কিম জং উনের বোনকে বহন করা বিমান দ. কোরিয়ায় অবতরণ

3_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন রাষ্ট্রের আচারানুষ্ঠান বিষয়ক প্রধান কিম ইয়ং নামকে বহন করা একটি বিমান শুক্রবার দক্ষিণ কোরিয়ায় অবতরণ করেছে। টেলিভিশনের ভিডিও ফুটেজে অবতরণের এই দৃশ্য দেখানো হয়। দু’দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার সরকারি নাম ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ লেখা সাদা রঙের এ বিমান সিউলের কাছে ইনচিওন বিমানবন্দরে অবতরণ করে।

১৯৫৩ সালে অস্ত্রবিরতি পালনের মধ্যদিয়ে কোরীয় যুদ্ধের অবসান ঘটার পর এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজবংশের কোন সদস্য দক্ষিণ কোরিয়া সফরে গেলেন। কিম ইয়ং নাম দক্ষিণ কোরিয়ায় উইন্টার অলিম্পিক প্রতিনিধিদলের প্রধান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়