Thursday, February 8

একুশে বইমেলায় শামসুল হক শামস্ এর নতুন দুটি বই

কানাইঘাট নিউজ ডেস্ক:
অমর একুশে বইমেলায় রম্যলেখক শামসুল হক শামস্ এর  দুটি নতুন বই পাওয়া যাচ্ছে। শিশুতোষ গল্পের বই"খেজুর গাছে এলিয়েন ভূত"। বইটি প্রকাশ করেছে বাবুই বইমেলা। প্রচ্ছদ করেছেন মদন কুমার। বইটি পাওয়া যাচ্ছে ৫৩৮ নম্বর স্টলে। বইটির দাম ধরা হয়েছে ১০০ টাকা। এছাড়া ৩০টি গল্প নিয়ে সাজানো হয়েছে"প্যারাডক্সিক্যাল হাসি" নামে রম্য বই। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন  রবিউল ইসলাম সুমন বইটি পাওয়া যাচ্ছে ৪৫২-৪৫৩নম্বর স্টলে।

সাহিত্যের সকল শাখায় শামসুল হক শামস্ এর সাবলীল বিচরণ  থাকলেও রম্যলেখক হিসেবে দেশ
বিদেশে সুখ্যাতি অর্জন করেছেন তিনি।   দীর্ঘ দিন ধরে পত্রপত্রিকায় লিখলেও অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম বই ‘রম্য এক্সপ্রেস’। সে সময় দেশে বিদেশে ঝড় তুলে এক চেটিয়া পাঠক প্রিয়তা পেয়ে বেস্ট সেলারে তালিকা ভুক্ত হয়েছিল বইটি। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে রম্য এক্সপ্রেস বগি নাম্বার-২ প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে হাজির হয়েছেন রম্যগল্পের তৃতীয় বই প্যারাডক্সিক্যাল হাসি নিয়ে। তাছাড়াও এবার আসছে লেখকের শিশুতোষ গল্পগ্রন্থ খেজুরগাছে এলিয়েন ভুত। 

চাকরির সুবাদে কুয়েতে অবস্থানের সময় লেখালেখিতে ‘বাংলার বার্তা সম্মাননা পদক’ পেয়েছেন ২০১৫ সালে। ২০১৬ সালে রম্যলেখক ক্যাটাগরীতে ম্যানপাওয়ার ডেভলপমেন্ট সম্মাননা পদক
পেয়েছেন। সমকালের দশ তরুণ লেখকের সাহিত্যকর্ম পাঠউৎসব কালের ধ্বনি সম্মাননা স্মারক-২০১৬ অর্জন করেছেন রম্যলেখক হিসেবে। জীবন ছোট কিন্তু সুন্দর। তাই হাসতে হয়, হাসাতে হয়। এই লক্ষ্যেই রম্য লেখায় অনুপ্রবেশ। প্রদায়ক হিসেবে দুহাত ভরে লিখছেন জাতীয় দৈনিকের ফান ট্যাবলয়েডগুলোতে।শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়