Thursday, February 8

মার্কিন নেতৃত্বাধীন জোটের সিরিয়ায় প্রতিরক্ষামূলক অভিযান শুরু

14.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সিরিয়ার সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর অঞ্চলে প্রতিরক্ষামূলক বিমান অভিযান শুরু করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার সরকারপন্থী বাহিনী কোন ধরণের উস্কানি ছাড়া গত ৭ ফেব্রুয়ারি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সদরদপ্তরে হামলা চালিয়েছে।’

এতে আরো বলা হয়, সেখানে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর হামলা চলাকালে এসডিএফ অংশীদারদের মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্যরা সার্বিক সহযোগিতা দেয়।

আইএসের বিকল্প সংক্ষিপ্ত নাম উল্লেখ করে জোটের বিবৃতিতে বলা হয়, ‘দায়েশ মিশনকে পরাজিত করতে আন্তর্জাতিক এ জোটের সাথে কাজ করা অংশীদারের ওপর চালানো আগ্রাসনমূলক কর্মকান্ড প্রতিহত করতে হামলা করা বাহিনীর বিরুদ্ধে তারা বিমান হামলা চালায়।’ এতে কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, এ জোট এসডিএফের সহযোগিতায় ফোরাত নদীর পূর্ব তীর থেকে আইএসের বাকি যোদ্ধাদের উৎখাতের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়