Thursday, January 11

কানাইঘাটের গাছবাড়ীতে থানা বাস্তবায়ন ও ড্রেন নির্মাণের দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের প্রবাসী অধ্যুষিত এলাকা গাছবাড়ী থানা বাস্তবায়ন ও গাছবাড়ী বাজারের পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবীতে গাছবাড়ী নাগরিক কমিটির ব্যানারে এক মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় গাছবাড়ী আইডিয়্যাল কলেজের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা এলাকার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে প্রবাসী অধ্যুষিত গাছবাড়ী এলাকায় পূর্ণাঙ্গ থানা বাস্তবায়ন সহ কানাইঘাটের অন্যতম ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র গাছবাড়ী বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং বাজারের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার হাজার হাজার প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে সরকারের উন্নয়নে অবদান রাখছেন। কিন্তু তারপরও শিক্ষা-দীক্ষায় এগিয়ে গাছবাড়ী অঞ্চল দীর্ঘদিন ধরে অনেক ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত। গাছবাড়ী থানা পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য সরকারী ভাবে ঘোষণা করা হলেও তা ফাইলবন্দি রয়েছে । অবিলম্বে গাছবাড়ীতে থানা ও এলাকার উন্নয়নে বৈষম্য সৃষ্টি করা হলে এলাকাবাসী সামাজিক আন্দোলন গড়ে তুলবেন বলে মানববন্ধনে হুশিয়ার উচ্চারন করেন। নাগরিক কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা ঝিংগাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মাও. ফজলে হকের সভাপতিত্বে ও সাংবাদিক তাওহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার প্রভাষক আতিক আহমদ শামীম, কামাল উদ্দিন, ফিরোজ বখত, গাছবাড়ী মডার্ণ একাডেমির সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, সিলেট জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহ উদ্দিন, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি জামাল উদ্দিন, সাংবাদিক জসিম উদ্দিন ,স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান, মিসবাহ উদ্দিন, নারী নেত্রী ও সাবেক ইউপি সদস্য রুবী রাণী চন্দ, সাজ্জাদুর রহমান, যুবলীগ নেতা নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির, গাছবাড়ী উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতা এখলাছুর রহমান, গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আজিজুর রহমান খন্টু, বাজার যৌথ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, শাহজালাল সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি ফাহিম আহমদ, মারুফ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়