Saturday, January 13

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০জন। দূর্ঘটনার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাস্তার জায়গা দখল করে খাম্বা রাখাকে দায়ি করছেন এলাকাবাসী। জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর খাম্বা সরায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করে। এলাকাবাসী সূত্রে জানা যায়- শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা বিরতী বাস নং সিলেট-জ-১১-০৪৬৮ সাথে সিলেট পল্লী বিদ্যুত সমিতি-২ এর খাম্বা বোঝাই ট্রাক নং-চট্ট-মোট্ট-ট-১১-৫৯৯০ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ শিশু ও দুই নারীসহ ৩জন নিহত হন। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের তপন তালুকদারের শ্রী শুক্লা রানী (২০), তার শিশু কন্যা ইতপা রানী (৫), তার শাশুড়ী অমকা রানী (৫৫)। এছাড়া আহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মিলন চার্য (৩২) তার স্ত্রী শিপ্রা চার্য (২৩) জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের মৃত সাইফ উল্লার ছেলে হাবিবুর রহমান (৫০) অহত অন্যদের নাম পাওয়া যায়নি। ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর থেকে সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় জনতা পল্লী বিদ্যুৎ সমিতি-২ দরবস্ত অফিসের সম্মুখে বিক্ষোভ করেন। এলাকাবাসী জানান- অপরিকল্পিতভাবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সড়কের দুই পাশ্বের ফুটপাত দখল করে খাম্বা রাখা এবং সড়কের মধ্যে ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড করার কারণে রাস্তা পারাপার হতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। এনিয়ে উপজেলা নির্বাহী বরাবরে এলাকাবাসী আবেদন এবং জাতীয় ও স্থানীয় দৈনিকে স্বচিত্র সংবাদ প্রকাশ করলেও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ খাম্বা না সরিয়ে প্রতিনিয়ত খাম্বা রেখে সড়কের দু’পাশ দখল করে রেখেছে। দূর্ঘটনার দায়ভার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং স্থানীয় জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে নিতে হবে বলে জানান এলাকাবাসী। এবিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খানঁ মোঃ মাইনুল জাকির বলেন- ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। চেয়ারম্যানসহ গন্যমান্যদের নিয়ে এলাকার পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালাছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়