Monday, December 11

সড়ক দুর্ঘটনায় আহত কানাইঘাটের তরুণ আলেম জামিল হুসাইনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: গত ৭ ডিসেম্বর সিলেটের তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে মোটর সাইকেল-লেগুনা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কানাইঘাটের ক্বারী মাওলানা জামিল হুসাইন মারা গেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান । মাওলানা জামিল হোসেনের বাড়ি কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল, উপর বড়াই গ্রামে।

আজ ১১ই ডিসেম্বর মাওলানা জামিলের বিয়ের দিন তারিখ ঠিক ছিলো । কিন্তু বিয়ের দিনই আত্নীয়-স্বজনকে শুনতে হলো মৃত্যুর সংবাদ। বিয়ের আনন্দ যেন ফিকে হয়ে গেল। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ডিসেম্বর) মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নিজ বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে  সিলেটের তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে দূর্ঘটনার কবলে পড়েন মাওলানা জামিল হুসাইন। 

ক্বারী মাওলানা জামিল হুসাইন ছিলেন কানাইঘাট ছাত্র জমিয়ত চতুল ইউনিয়ন শাখার সভাপতি এবং সদা হাস্যজ্জ্বল সদালাপি একজন তরূণ আলেম। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত তরুল এ আলেমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়