Sunday, December 10

কানাইঘাটে পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা সম্মেলন কক্ষে রবিবার সকাল ১১টায় ‘সুস্থ শরীর সুস্থ্য মন পুষ্টি চালে হয় গঠন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি চাল বিষয়ক এক সচেতনতা মূলক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তরের সভাপতিত্বে বিজিডি কর্মসূচীর আওতায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডব্লিউএফপি ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য অধিদপ্তরের উপ-মহাপরিচালক মোহাম্মদ তানভীর হোসাইন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী। তথ্য উপস্থাপনা ও প্রশিক্ষণ পরিচালনা করেন নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ গুলজার আহমদ। স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব, তদারকি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর হোসাইন তার বক্তব্যে বলেন, সরকার দেশের হত দরিদ্র জনগোষ্ঠীর ভিটামিন চাহিদা মেটাতে বিজিটি চাল কার্ডধারীদের মাঝে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন। ইতিমধ্যে সিলেটের কানাইঘাট সহ তিনটি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। পুষ্টি চাল উৎপাদন ও উপকারিতা প্রচলন সম্পর্কে ধারনা দেওয়ার জন্য আজকের এই কর্মশালা। অধিক পুষ্টি সমৃদ্ধ বিজিডির চাল উপকারভোগীরা যাতে করে বাজারে বিক্রি না করে সেই চাল ব্যবহারের মাধ্যমে পুষ্টি জনিত ৬টি রোগ প্রতিরোধ করতে পারেন, এজন্য তিনি জনপ্রতিনিধি, ইউপি সচিব ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গের ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়