Tuesday, December 12

কানাইঘাটে এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় অভিবাসন ও স্বাস্থ্য শীর্ষক প্রকল্পের অধীনে বিশ্ব এইডস দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসানুর রহমানের সভাপতিত্বে বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় বক্তারা বিশ্ব এইডস দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন। এইডস কোন ছোঁয়াচে রোগ নয়। নির্দিষ্ট মাধ্যম ছাড়া এইডস রোগ বা এইচআইভি জীবাণু ছড়ায় না, তাই আমাদের সেই নির্দিষ্ট মাধ্যমগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের অভিবাসী ভাই ও বোনেরা যারা বিদেশে যান বা বিদেশ থেকে ফেরত আসেন তাদেরকে এই বিষয়ে জানতে হবে। কোনভাবেই রক্ত গ্রহণের সময় নিজের আত্মীয় বলে রক্ত পরীক্ষার বিষয়টি এড়িয়ে যাওয়া যাবেন না। কারণ এইডস আক্রান্ত রোগীর বাহ্যিক কোন লক্ষন দেখে চেনা যায় না। ইউনিয়ন পর্যায়ে কর্মরত উপস্থিত সকল স্বাস্থ্য কর্মীদের এ বিষয়ে সবাইকে সঠিক পরামর্শ প্রদান করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এইডস নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভায় ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, ডাঃ জহির, উপজেলার ওকাপের প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম, প্রজেক্ট মনিটরিং অফিসার রবিউল ইসলাম, ট্রেইনার ফারহানা চৌধুরী, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিদেশ ফেরত অভিবাসীকর্মী ও তাদের স্বজনরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়