Tuesday, December 12

কানাইঘাটে কৃষক-কৃষাণিদের নিয়ে শস্যের নিবিড়তা বিষয়ে কর্মশালা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা বিআরডি হলে রবি ২০১৭-১৮ মৌসুমে নিয়ম অনুযায়ী উপজেলার সাতবাঁক ইউপি ও কানাইঘাট পৌরসভার ৬০ জন কৃষক/কৃষাণী নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষক কর্মকর্তা সালাহ উদ্দিন, শস্য নিবিড়তা প্রকল্পের পরিচালক ফরহাদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, কবির আহমদ সহ দায়িত্বশীল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়