Saturday, November 25

কানাইঘাটে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যায়ে আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন এমপি সেলিম


নিজস্ব্ প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, কানাইঘাট-জকিগঞ্জের মানুষের অনেক প্রাণের দাবী ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদের পূর্বে আমার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ড ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। তিন আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে। সুরমা ও কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে বড় ধরনের প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এলাকার শিক্ষার উন্নয়নে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ, বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য ফ্লাড সেন্টার নির্মাণ করা হচ্ছে। প্রতিটি সংসদ অধিবেশনে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা তুলে ধরে যাচ্ছি। সেই সাথে মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সাথে যোগাযোগের মাধ্যমে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের অধিকার আদায়ে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দলমত নির্বিশেষে সবাই আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। এজন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ। সেলিম উদ্দিন এমপি শনিবার বেলা ১টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ১৭লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট-মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক আশ্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন পরবর্তী স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিব আহমদের পরিচালনায় সূধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকারিয়া মানিক, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, প্রাক্তন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য কিউএম ফররুখ আহমদ ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক এখলাছে এলাহী, ১০ম শ্রেণির শিক্ষার্থী আয়শা আক্তার, মাহবুবুর রহমান প্রমুখ। সূধী সমাবেশে সেলিম উদ্দিন এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের কাজ শীঘ্রই শুরু হওয়ার পাশাপাশি স্কুলে একটি শহিদ মিনার নির্মাণ এবং মাটি ভরাটের জন্য ৬লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন। সেই সাথে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ মাল্টিমিডিয়া ক্লাস বৃদ্ধির জন্য কম্পিউটার প্রদান ও স্কুলের ডেক্স, ব্রেঞ্চ নির্মাণের কথা তুলে ধরলে পর্যায়ক্রমে সবকিছু করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এর আগে সেলিম উদ্দিন এমপি দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে সেখানে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়