Saturday, September 30

কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উদ্দীপনা ও সিঁদুরখেলার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়েছে। সাথে সাথে ভাঙ্গছে ৫ দিনের মিলনমেলা। মা দূর্গা দেবী, সাথে লক্ষী, স্বরস্বতী, গণেষ ও কাতির্ককে নিয়ে এই মর্ত্য থেকে স্বামী গৃহে আবারো কৈলাশে ফিরে গেলেন ঘোটকে। উপজেলার পৌরসভাস্থ রামপুর পূর্ব, রামপুর পশ্চিম, রায়গড়, নিজ চাউরা, উষাবাবু, জৈন্তিপুর সহ ৩০টি মন্ডপের পূজারীরা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি উপেক্ষা করে মা দূর্গাকে শোভাযাত্রা সহকারে সুরমা নদীতে বিসর্জন দেন। এ সময় উলুধ্বনি, ঢাকের বোল ও জয় মা দূর্গার জয় জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পৌর শহর। দূর্গাদেবীকে বিদায় জানানোর আগে শেষ বারের মতো আবির খেলা ও রং মাখামাখির মধ্যে দিয়ে আনন্দে মেতে উঠেন শিশু-কিশোর ও নারী পুরুষেরা। তবে আনন্দের মধ্যেও ছিল কিছুটা বিষাদের সুর, কারন দেবী দুর্গাকে বিসর্জন দিতে হচ্ছে। অত্যন্ত উৎসব মুখর ও ধর্মীয় ভাবগম্ভীর ও সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কানাইঘাট ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, কানাইঘাটের ৩০টি পূজামন্ডপে শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার উৎসবের সমাপ্তি ঘটেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়