Saturday, September 30

পূজামণ্ডপ পরিদর্শন করলেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহানবমী ও বিজয়া দশমীতে কানাইঘাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। কানাইঘাট পৌর শহরের উষাবাবু মহাশয়ের বাড়ী সার্বজনীন পূজা মন্ডপ, রায়গড় গ্রামের বিল্পব কান্তি দাসের বাড়ীর পূজা মন্ডপ, নিজ চাউরা গ্রামের দুর্গাবাবুর বাড়ীর পূজা মন্ডপ সহ, রামপুর পূর্ব-পশ্চিম, বড়চতুল ইউপির হারাতৈল পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনকালে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য কাওছার আহমদ, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সুজন চন্দ অনুপ, সহযোগী সদস্য মুমিন রশিদ প্রমুখ। প্রেসক্লাব নেতৃবৃন্দ সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, কানাইঘাটে যুগ যুগ ধরে অত্যন্ত উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্প্রীতির বন্ধনে অটুট হয়ে সকল ধর্মের অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে। এই সম্প্রীতি আমাদের সবাইকে ধরে রাখতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক