Friday, September 29

সাংবাদিকদের সাথে কানাইঘাট আ’লীগ নেতৃবৃৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারনের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং বিগত ন্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় নেতাদের স্বপদে পুর্নবহাল করার জন্য জেলা আ’লীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন কানাইঘাট আ’লীগ নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দলের বেহাল সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বলেন দীর্ঘদিন ধরে দলের কোন কমসূচী পালিত না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। অপরদিকে, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, সাংগঠনিক দুর্বলতার কারনে সাধারণ মানুষের কাছে তুলে ধরাও সম্ভব হচ্ছে না। মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, পূর্বে ৮ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কানাইঘাট আ’লীগের কমিটি ছিল। সেই দু’জনের কমিটি ৪ বছর পূর্বে ভেঙ্গে দিয়ে উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও অদ্যবধি পর্যন্ত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। দলের প্রাথমিক সদস্য পর্যন্ত নবায়ন করা হচ্ছে না। ব্যক্তি স্বার্থে কানাইঘাট আ’লীগকে ঐক্যবদ্ধ না করে দলের নাম ভাঙ্গিয়ে সুবিধাভোগী হাইব্রিড নেতা এবং কিছু সুবিধা ভোগী নেতারা গোটা উপজেলা নিয়ন্ত্রন করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন করে যাচ্ছে। এদের হাত থেকে কানাইঘাট আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। জামায়াত শিবির ও রাজাকারদের আ’লীগে অনুপ্রবেশ ঠেকাতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাউকে কানাইঘাটে আওয়ামী লীগে স্থান দেওয়া হবে না। এমতাবস্থায় উপজেলা আ’লীগের অবস্থান সুদৃঢ় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারনের কাছে তুলে ধলার জন্য দলীয় ভাবে সভা সমাবেশ করার জন্য দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন বলে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় আ’লীগ নেতৃবৃন্দ দাবী করেন। সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে দলীয় নেতাকর্মীরা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন বলে নেতৃবৃন্দ জানান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা আজকে সারা বিশে^র শান্তি ও উন্নয়নের রুল মডেল। বাংলাদেশ তার নেতৃত্বে সবদিকে এগিয়ে যাচ্ছো। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদে দেশে আশ্রয় দিয়ে এবং তাদের পক্ষে বিশ^ দরবারে দৃঢ় অবস্থান নেওয়ায় শান্তি ও মানবতার নেত্রীর স্বীকৃতি তিনি অর্জন করেছেন। সভায় শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নবনির্বাচিত কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন জানান, এজন্য উপজেলা আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কানাইঘাট পৌর শহরের উষা বাবুর বাড়ীর পূজা মন্ডপ, নিজ চাউরা গ্রামের বাবু দুর্গাকুমার দাসের বাড়ীর পূজামন্ডপ সহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া গত বৃহস্পতিবার উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য ৯ জন যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়