Thursday, September 28

কানাইঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট


নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। বৃহস্পতিবার মহাষ্টমীতে উপজেলার পূজা মন্ডপগুলো সার্বিক নিরাপত্তা দেখার পাশাপাশি কানাইঘাট বাজারের ঊষা বাবু বাড়ীর পূজা মন্ডপ, রায়গড় নিকুঞ্জ বিহারী দাস বাদলের পূজা মন্ডপ, চতুলের রাউতগ্রাম পূজামন্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ। এসময় তাঁর সাথে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, উপজেলা প্রশাসনের সিএ নিহার রঞ্জন শর্মা, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুক আহমদ, তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, বর্তমান সভাপতি চিত্রশিল্পি ভানু লাল দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, পূজা উদ্যাপন পরিষদ নেতা শ্যামল চন্দ্র দাস, নিহার রঞ্জন বর্ধন, বিপ্লব কান্তি দাস অপু, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী,প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, মুমিন রশিদ, সুজন চন্দ অনুপ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ বলেন বাংলাদেশ হচ্ছে বিশে^র মধ্যে ধর্মীয় সম্প্রীতির একটি দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুগ যুগ ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই ধর্মীয় উৎসবগুলোতে অংশ গ্রহণ করে ধর্মের চর্চাকে এগিয়ে নিয়ে যাই। সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা উৎসব পালিত হচ্ছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কানাইঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর পূজা মন্ডপগুলোকে ঘীরে ব্যাপক নিরাপত্তার বলয় তৈরি করায় তিনি থানা প্রশাসনকে ধন্যবাদ জানান। অপরদিকে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম রাত-দিন উপজেলার সবক’টি পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পূর্ণার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সাবির্ক খোঁজ খবর নিচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়