Wednesday, August 9

কানাইঘাটে অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দক্ষিণ বানীগ্রাম ইউপির দর্জিমাটি গ্রামে অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করায় গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ২ জন আহত এবং বসত ঘরের মালামাল, নগদ টাকা পয়সা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় ৮ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়- দর্জিমাটি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র কবির উদ্দিন (৪৬) একজন সৌদি প্রবাসী। তিনি প্রবাসে থাকাকালীন সময় একই গ্রামের মুজিবুর রহমানের পুত্র সেলিম উদ্দিন (২০) তার স্ত্রীকে নানাভাবে উত্যক্ত করত। প্রবাসী কবির উদ্দিন দেশে আসার পর সেলিম উদ্দিন গংদের এমন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করলে মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ১১টার সময় সেলিম উদ্দিনের নেতৃত্বে তার আত্মীয় স্বজনরা প্রবাসী কবির আহমদের বসত ঘরে চড়াও হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম (৩৫) ও তার স্বামী কবির উদ্দিন রক্তাক্ত আহত হন। খাদিজা বেগম গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী কবির উদ্দিন অসামাজিক কার্যকলাপে বাঁধা প্রদান করায় তার বসত ঘরের মালামাল লুটপাট, নগদ ৭৫ হাজার টাকা এবং বসত ঘর ভাংচুরের ঘটনায় সেলিম উদ্দিন সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়