কানাইঘাট নিউজ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক ও সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। নবঘোষিত কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB)-এর শিক্ষার্থী তাওফীক এলাহী তাকরীম।
গত ৩ ডিসেম্বর গঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে দেশকে ১০টি বিভাগে ভাগ করে সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাওফীক এলাহী তাকরীমকে। তিনি এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব প্রাপ্তির অনুভূতি জানিয়ে তাওফীক এলাহী তাকরীম বলেন,“২৪-এর অভ্যূত্থানের পর নতুন দেশ ও নতুন ছাত্ররাজনীতির প্রত্যাশায় আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, গ্রুপিং-বিহীন, শিক্ষার্থী-বান্ধব রাজনীতি গড়ে তোলার লক্ষ্যেই তিনি সিলেট বিভাগে কাজ করবেন এবং দেশের নতুন পথচলায় জাতীয় ছাত্ররাজনীতিতে কার্যকর অবদান রাখতে চান।
বর্তমানে তিনি AIUB-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। ২৪-এর অভ্যূত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তাওফীক এলাহী তাকরীমের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়