Saturday, August 5

কানাইঘাটে রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক: রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে কানাইঘাট ৪নং সাতবাক ইউপিতে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ এবং ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ সিটির উদ্যোগে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পরিচালনায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ বলেন, রোটারি ক্লাবের মাধ্যমে সারা পৃথিবীতে পোলিও মুক্ত সংগ্রাম শুরু হয়েছিল, তাই আজ আমাদের দেশ পোলিও মুক্ত হয়েছে। রোটারিয়ানদের মাধ্যমে দেশকে সবুজ বনায়নে রূপান্তরিত করার জন্য সারাদেশে গাছের চারা বিতরণ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ সহ আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানদের সব ধরনের সহযোগিতা করার জন্য তিনি সমাজের সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, রোটারি জেলা কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, রোটারি এসিস্ট্যান্ট গভর্ণর অধ্যাপক জয়ন্ত দাস। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ মিসবাউল ইসলাম, ডাঃ এমদাদুর রহমান, ডাঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ১০ জন চিকিৎসকের মাধ্যমে প্রায় হাজার খানেক নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও তাদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আপিপি রোটারিয়ান এহিয়া আহমেদ, ক্লাব সেক্রেটারী মোঃ কবিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী রোটা. তোফাজ্জল হোসেন কিবরিয়া, রোটা. সজল দেবনাথ, রোটা. আব্দুল হাকিম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক মিসবাহুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট মুরব্বী হাজী আলা উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুন নুর, বিশিষ্ট সমাজকর্মী ফখর উদ্দিন, আব্দুল কাহির, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ছইদ আহমদ, ইউপি সদস্য আব্দুন নুর, হেলাল উদ্দিন মামুন, জাহাঙ্গীর শামীম কামরুল, ছাব্বির আহমদ, ফারুক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ রনি, হুমায়ুন কবির সুয়েব, যুবনেতা দেলোয়ার হোসেন, শরিফ আহমদ, শাহজাহান আহমদ, আবুল ফয়েজ, আব্বাস উদ্দিন, জিল্লুর রহমান, হাবিব আহমদ, শাহরিয়ার আহমেদ, শামস উদ্দিন, আখতার হোসেন, সাংবাদিক আলা উদ্দিন আলাই, শাহীন আহমদ, মাহফুজ সিদ্দিকী, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়