Home » » ৩০ বছর পর সিনেমা দেখলো ফিলিস্তিনির গাজাবাসীরা

৩০ বছর পর সিনেমা দেখলো ফিলিস্তিনির গাজাবাসীরা

Kanaighat News on Monday, August 28, 2017 | 9:52 PM

৩০ বছর পর সিনেমা দেখলো ফিলিস্তিনির গাজাবাসীরা
বিনোদন ডেস্ক: ৩০ বছর পর শনিবার রাতে কোনো সিনেমা দেখলো ফিলিস্তিনির গাজাবাসীরা। ‘টেন ইয়ার্স’ নামের সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে ভীড় করেছিলেন প্রায় তিনশো দর্শক।

‘টেন ইয়ার্স’ চলচ্চিত্রটি ইসরায়েলি কারাগারে বন্দি স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ঘটনা নিয়ে নির্মিত। গত এক দশক ধরে গাজা এলাকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে এবং সেখানে সিনেমা হলগুলো চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে প্রদর্শনীর আয়োজক ঘাদা সালমি বলেন, এক রাতের এই চলচ্চিত্র প্রদর্শনী গাজায় সিনেমাকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টার সংকেত।

প্রদর্শনীতে টেন ইয়ার্সের অভিনয় শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়। তাদের একজন অভিনেতা নর্মিল জিয়াদা সেখানে বলেন, শহরে সিনেমা প্রদর্শনী ফের চালু হওয়ায় আমি খুশি। সিনেমা ও প্রামাণ্য চিত্রের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া জরুরি।

শত্রু ইসরায়েলিদের সঙ্গে হরদম যুদ্ধ-বিগ্রহে ক্ষতবিক্ষত বিপর্যস্ত এলাকাটিতে এখনও বসবাস করছেন ২০ লাখ অকুতোভয় ফিলিস্তিনি।
এমন ভয়াবহ পরিস্থিতিতে বেশ কষ্টকর সেই বেঁচে থাকা- তারপরও মাতৃভূমি ছেড়ে পালিয়ে যায়নি তারা। ছবি দেখতে আসা একজন দর্শক বললেন, সিনেমা হল, নগর উদ্যান আর সার্বজনীন সমাবেশের স্থানসহ আমাদের মানুষের মতো বেঁচে থাকাটা জরুরি।
Share this article :

Post a Comment

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

 
সম্পাদক মন্ডলীর সভাপতি: মো:মহিউদ্দিন,সম্পাদক : মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক : নিজাম উদ্দিন। সম্পাদকীয় যোগাযোগ : শাপলা পয়েন্ট,কানাইঘাট পশ্চিম বাজার,কানাইঘাট,সিলেট।+৮৮ ০১৭২৭৬৬৭৭২০,+৮৮ ০১৯১২৭৬৪৭১৬ ই-মেইল :mahbuburrashid68@yahoo.com: সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কানাইঘাট নিউজ ২০১৩