Thursday, August 3

কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিত সভা গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সচিব মোঃ নুর উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এ.কে.এম সামছুজ্জামান বাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট কলেজ গভর্ণিং বডির সদস্য স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য মখলিছুর রহমান, স্কুলের প্রতিষ্টাতা সদস্য হাজী রফিকুল হক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবাদুর রহমান মেম্বার, নুরুল আমিন, রইছ উদ্দিন, ফরিদ উদ্দিন খাঁন, শিক্ষক প্রতিনিধি সাহেদ আহমদ, মোঃ নুর উদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য লুৎফুল হক, আব্দুল মতিন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। স্কুলের দাতা সদস্য শিক্ষানুরাগী এ কে এম সামছুজ্জামান বাহার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বড়দেশ উচ্চ বিদ্যালয় যে উদেশ্য নিয়ে এলাকার সমাজ হৈতশি ব্যাক্তিবর্গ প্রতিষ্টা করেছিলেন তাদের স্বপ্ন পুরণ হয়েছে। এ শিক্ষা প্রতিষ্টানে এলাকার শত শত শিক্ষার্থীরা লেখাপড়া করে এলাকার মুখ উজ্বল করেছেন। ঘরে ঘরে শিক্ষার আলো আজ ছড়িয়ে পড়েছে। তিনি স্কুলের বিরাজমান সমস্যা নিরসনে তার পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন স্কুলের সার্বিক পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়