Tuesday, August 1

কানাইঘাটের আরজদ আলী চৌধুরীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরীর পিতা, কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ সুরমাপাড়া নিবাসী আরজদ আলী চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। সোমবার (৩১শে জুলাই) রাত নয়টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৭ ছেলে, ১ মেয়ে নাতি, নাতনী সহ আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। ১লা আগস্ট, মঙ্গলবার বাদ আসর ছোটদেশ সুরমাপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে ছোটদেশ গো্রস্থানে সমাহিত করা হয়। এর আগে পিতার মৃত্যু সংবাদ পেয়ে মরহুমের ৪ ছেলে লন্ডন ও ইতালি থেকে বাংলাদেশে পৌছান। আরজদ আলী চৌধুরীর মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হুইপ সেলিম উদ্দীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা জামাল, ট্রেজারার আব্দুর রহমান বুলবুল এক যুক্ত বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ লুকমান হুসাইন, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দীন আল মিজান,৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ মামুন, ২ নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিউ ফারগুশেন নানকা, কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মহি উদ্দিন,কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট মামুন রশীদ, এডভোকেট আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল খালিক, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার কবির। কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যের নেতৃবৃন্দের মধ্যে বাহার জামান, শামীম আহমদ সামুল, ফয়জুর রহমান তোতা, রশিদ আহমদ, তাজুল ইসলাম, জালাল উদ্দীন বাবলু,নুরুল আলম, মাসুক রব্বানী, ফাহাদ আহমদ, রিয়াজ উদ্দীন, মাহতাবুর রহমান, মোস্তফা কামাল, মাসুম আহমদ, আবুল ফয়েজ সালাহ উদ্দীন, শাহীন আহমদ, তোফায়েল আহমদ,ইমদাদুর রহমান ফয়সল, জামিল আহমদ, রুকনুল কবির,সোহেল আহমদ, তাজুল ইসলাম, মনসুর আহমদ, আশরাফুল আম্বিয়া, কানাইঘাট প্রজন্ম প্রতিভা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসাদ উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, সহ সভাপতি আফতাব উদ্দীন, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, মাহবুব হোসেন রহমত, আদনান আহমদ প্রমুখ শোক জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়