Monday, July 24

কানাইঘাট-জকিগঞ্জের ১২ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে সাড়ে ৮ কোটি টাকা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দিয়েছেন স্থানীয় সাংসদ ও সংসদে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে সাড়ে ৭০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে ৮ কোটি ৪৬ লাখ টাকা। বরাদ্দপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- জকিগঞ্জ উপজেলার এমদাদ মজুমদার বিদ্যানিকেতন, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, এম আর মজুমদার বিদ্যানিকেতন, ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতন, লুৎফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ, ড. তফজ্জুল আলী মহিলা দাখিল মাদরাসা, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল ও জকিগঞ্জ গার্লস হাই স্কুল এবং কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়, রহিমিয়া আলিম মাদরাসা, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় ও ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম দুটির ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ এবং বাকিগুলোর একাডেমিক ভবন নির্মাণের জন্য এসব বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্র: সিলেট ভিউ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়