Sunday, July 30

সজল-পূর্ণিমার ‘অন্ধজনে অন্ধক্ষণে’

সজল-পূর্ণিমার ‘অন্ধজনে অন্ধক্ষণে’
কানাইঘাট নিউজ ডেস্ক: নতুন এক নাটকে জুটি বাঁধলেন সজল ও পূর্ণিমা। ‘অন্ধজনে অন্ধক্ষণে’ শিরোনামের নতুন এই নাটকটি নির্মাণ করছেন তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি। রচনা করেছেন ইউসুফ আলী খোকন।

শুক্রবার থেকে পুরান ঢাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে। আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

নাটকটি নিয়ে সজল বললেন, 'আমাদের সমাজেরই গল্প তুলে আনা হয়েছে নাটকে। গল্পটা দারুণ। পূর্ণিমার সঙ্গে কাজ মানেই আড্ডায় ভরপুর'। এটি ছাড়াও সজল এবার ঈদের বেশ ক’টি নাটকে অভিনয় করছেন।

নির্মাতা জানিয়েছেন, নাটকটির গল্প অন্ধ প্রেমিক জুটিকে ঘিরে। একজনের দৃষ্টিহীনতায় তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়