Friday, July 21

সীতাকুণ্ডে আবারো পাহাড় ধস, দুই শিশুসহ নিহত ৫

সীতাকুণ্ডে আবারো পাহাড় ধস, দুই শিশুসহ নিহত ৫

কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে এক পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা ও তার ছেলে মো. ইউনূস এবং মো. জাহিরের স্ত্রী রাবেয়া, তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড় ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়