Friday, July 21

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত
কানাইঘাট নিউজ ডেস্ক: ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত। গতকাল বৃহস্পতিবার ডার্বিতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে ভারত।

আগামী ২৩ জুলাই লর্ডসের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী পরীক্ষায় নামবে ভারত।

১৯৮৩-তে কপিল দেবের ভারতের পর ফের লর্ডসে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত। রবিবার ক্রিকেট মক্কায় ইংল্যান্ডকে হারাতে পারলে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে ভারতের প্রমীলাবাহিনী।

হারমানপ্রিত কৌরের দুরন্ত সেঞ্চুরিতে ফাইনালে ওঠার লড়াই অস্ট্রেলিয়াকে বড় রানের টার্গেট দেয় ভারত। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৪২ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের টার্গেট দেয় ভারত। ১৭১ রানের রাজকীয় ইনিংস খেলেন পঞ্জাব তনয়া।

ওয়ান ডে ক্রিকেটে পঞ্চম মহিলা হিসেবে ‘ক্যারি দ্য ব্যাট’-এর নজির গড়েন হারমানপ্রিত। একই সঙ্গে বিশ্বকাপের নক-আউট পর্বে সর্বোচ্চ রানের মালিকন হন তিনি। ম্যাচের সেরা রেকর্ড সেঞ্চুরিকারী পঞ্জাব তনয়া। এর আগে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ান ডে-তে ‘ক্যারি দ্য ব্যাট’ হিসেবে নজির গড়েন পূর্ণিমা রাও।

ক্যারিয়ারের ৭৭তম ওয়ানডে খেলতে নামা হারমানপ্রিতের গড়ে দেয়া মঞ্চের কাছেই বলতে গেলে হেরেছে সর্বোচ্চ ছয়বার মেয়েদের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের অবদানও কম নয়। দ্রুত তিন উইকেট হারানোর পর শক্ত প্রতিরোধ গড়েছিল অজিরা। জাগিয়েছিল জয়ের সম্ভাবনাও।

মিডলঅর্ডারে পেরি ৩৮, ভিল্লানি ৭৫ ও ব্লেকওয়েল ৯০ রানের ইনিংস খেলে শেষ চেষ্টা করেছেন। কিন্তু দীপ্তি শর্মা ৩টি, শিখা পান্ডে ও ঝুলন গোস্বামী ২টি করে উইকেট নিয়ে অজিদের পথ আগলে দাঁড়ান।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়