Thursday, July 27

ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে: অর্থমন্ত্রী

ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে: অর্থমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেনে, অদূর ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমে আসবে। তিনি বলেন, ‘আগামী ৮-১০ বছরের মধ্যে দেশ থেকে দুর্নীতি চলে যাবে।’

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রে হটলাইন ‘১০৬’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন সরকারি চাকরিজীবীদের খাবার নিয়ে চিন্তা করতে হতো। এখন সে অবস্থা নেই। এখন চাকরিজীবীরা স্বচ্ছলভাবে চলতে পারেন।’

দুদকের হটলাইন সার্ভিস চালুর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে সাধারণ জনগণ সহজেই নালিশ করতে পারবেন। প্রযুক্তি দেশের দুর্নীতি দমনে অনেক সুযোগ করে দিয়েছে। সেগুলো আমাদের কাজে লাগাতে হবে।’

দুদকের হটলাইন ‘১০৬’ সার্ভিসের মাধ্যমে যে সব সুবিধা পাওয়া যাবে তা হলো- জনগণের সঙ্গে দুদকের প্রত্যক্ষ সংযোগ চালু, দ্রুত দুর্নীতির তথ্য ও প্রমাণ পাওয়া, দুর্নীতি ঘটনার সম্ভাবনা রয়েছে এমন অভিযোগ পেলে তা প্রতিকার করা, দুর্নীতি বিরুদ্ধে জনমত সৃষ্টি ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দুদক চেয়ারম্যান ইকবাল মাহামুদ চৌধুরী ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদকের হটলাইন ‘১০৬’ নম্বরে ফ্রি কল করা যাবে। হটলাইনে অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। কমিশনের প্রধান কার্যালয়ের তিন তলায় হটলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। হটলাইন ‘১০৬’ পরিচালনার জন্য ৫০ জন কর্মকর্তাকে প্রযুক্তি এবং আচরণগত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কমিশন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়