Wednesday, July 19

কানাইঘাটে থানা পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে পুলিশ সুপার নুরুল ইসলাম


নিজাম উদ্দিন: পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সুপার নুরুল ইসলাম জানিয়েছেন, পুলিশ জনগণের সেবক হয়ে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন, আইনের শাসন বাস্তবায়ন জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। পুলিশের সাথে জনগণের সেতুবন্ধন তৈরির জন্য কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স গ্রহণ করেছে। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি একটি এলাকার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন সাধারণ মানুষ যাতে করে পুলিশের কাছে তাদের মনের কথা ব্যক্ত করতে পারে সেজন্য ওপেন হাউজ ডে ইউনিয়ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার নুরুল ইসলাম বুধবার বিকেল ৪টার কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে দিঘীরপাড় পূর্ব ইউপির সড়কের বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) এস.এম নুনু মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার, শাবিপ্রবি’র সহকারী পরিদর্শক এম. তাজিম উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সড়কের বাজার এম.এন একাডেমির অধ্যক্ষ মাসুক উদ্দিন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মান্নান, কানাইঘাট পল্লী বিদ্যুতের পরিচালক আব্দুল লতিফ, সড়কের বাজার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি এম মামুন উদ্দিন। ওপেন হাউজ ডে, আইন শৃঙ্খলা উন্নয়ন ও এলাকার সমস্যা তুলে ধরে উন্মুক্ত বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম, মাসুক উদ্দিন, কয়েছ আহমদ, হুসেন আহমদ, আলকাছ উদ্দিন, নওশাদ আহমদ, জসিম উদ্দিন, বশির উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন, আনিস উদ্দিন, ডাক্তার নিজাম উদ্দিন, নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী, আফতাব উদ্দিন, ইউপি সদস্য মুন্সী আবুল হোসেন, ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ। উক্ত ওপেন হাউজ ডে’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, পিযুষ কান্তি দেবনাথ, ইসমাইল হোসেন, পান্না লাল দেব, এএসআই সামছুল আরেফিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়