Wednesday, July 19

কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন মৎস্য সেক্টর দেশের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত হয়েছে। বিশ্বের মধ্যে উন্মুক্ত জলাশয়ে মাছ চাষে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমিষের চাহিদা পূরণ হবে। তিনি উন্মুক্ত জলাশয়, পুকুর, ঢোবা, খাল-বিলে পরিকল্পিত ভাবে মাছ চাষের আওতায় আনা হলে এ সেক্টরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও লক্ষ লক্ষ মানুষ স্বাবলম্বি হয়ে উঠবেন। হাওর অঞ্চলে কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা নিধন, নদ-নদীতে বাঁশের খাটি তৈরি করে মাছ স্বীকার বন্ধ এবং মাছের প্রজনন রক্ষা করার জন্য মৎস্য আইন কঠোর ভাবে প্রয়োগ এবং মাছের বংশ বিস্তারে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেলিম উদ্দিন এমপি বুধবার সকাল ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উদ্বোধনী বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী বিআরটিএ অফিস মিলনায়নতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসাইন, সূচনা প্রকল্পের কো-অর্ডিনেটর শেখ ফরিদ, উপজেলা জাপার সভাপতি সিরাজুল হক, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, মৎস্য সমিতির পক্ষে বক্তব্য রাখেন, শমসের আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সেলিম উদ্দিন এমপি মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য সপ্তাহের র‌্যালীতে সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি বিভিন্ন মৎস্যজীবি সমিতির সদস্য, সাংবাদিকবৃন্দ সহ এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন। প্রসজ্ঞত যে, সূচনা প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলার মৎস্য সেক্টরের উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে সূচনা প্রকল্পের আওতায় ৪টি ইউনিয়নের প্রায় ১৬’শ পুকুরে মাছের পোনা ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়