Wednesday, July 26

এবার শাওমি রেডমি নোট ৪ বিস্ফোরণ

এবার শাওমি রেডমি নোট ৪ বিস্ফোরণ (ভিডিও)

কানাইঘাট নিউজ ডেস্ক: স্যামসাং, অ্যাপলের পর এবার শোনা গেলো চীনা প্রতিষ্ঠান শাওমি’র রেডমি নোট ৪ স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার খবর। আর এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুর একটি দোকানে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, দোকানদার একটি গ্রাহকের রেডমি নোট ৪ ফোনে সিম ঢুকানোর চেষ্টা করছিল, আর এমন সময় একটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এবং পুরো হ্যান্ডসেটটি পুড়ে যায়।

অর্জুন নামের ওই মোবাইলের মালিক তার রেডমি নোট ৪ এ সিম প্রবেশে সমস্যায় পড়েন। আর এ কারণে তিনি ‘পুরভিকা মোবাইল স্টোর’ নামে একটি স্থানীয় দোকানে যান। এই দোকান থেকেই অর্জুন তার ফোনটি কিনেছিল। আর এই বিস্ফোরণের ভিডিওটি ধারণ করেছে দোকানের সিসি ক্যামেরা।

ভিডিওতে দেখা গেছে, শাওমি রেডমি নোট ৪ ফোনটি বিস্ফোরণের সময় কোনো চার্জার বা অন্য কোনো এক্সেসরির সাথে সংযুক্ত অবস্থায় ছিল না। বিক্রেতা ফোনে সিম প্রবেশের চেষ্টার সময় ঘটনাটি ঘটে। ফোনে সাধারণত ব্যাটারির কারণে বা চার্জিংয়ে অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হতে পারে। কিন্তু গরম হওয়া ছাড়াই এমন বিস্ফোরণের ঘটনা খুবই বিরল ঘটনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়