Thursday, July 20

ফুটবলের জন্যই মেসির জন্ম: জাভি

ফুটবলের জন্যই মেসির জন্ম: জাভি

কানাইঘাট নিউজ ডেস্ক: বার্সেলোনার আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন।

সবার চেয়ে মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের প্রশংসার ধরণটা ভিন্ন। ‘লিও হল মেশিন। যার জন্ম হয়েছে শুধুই ফুটবলের জন্য। ফুটবল খেলার জন্য।’

‘জাভি, ইনিয়েস্তা, বাসকোয়েস্ট মিলে যা যা করত, লিও একাই সেটা করতে পারত। কিন্তু তারপরও নিজস্ব ছাপ রাখত। নিজস্ব উপস্থিতি বোঝাত। এখনও বুঝিয়ে চলেছে। ওই যে আগেই বললাম, ও হল মেশিন। যার গোড়ালিতে বলটা যেন আটকেই থাকতে অভ্যস্ত।’ মন্তব্য জাভির।

বার্সেলোনার যুব প্রকল্প লা মাসিয়াতে তার শৈশব কাটিয়েছেন জাভি। ১৮ বছর বয়সে প্রথম দলে তার অভিষেক হয়। জাভিকে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড় এবং তার সময়ের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে গণ্য করা হয়। ২০১৫ সালে বার্সা ছাড়েন এই স্প্যানিশ তারকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়