Thursday, July 20

কানাইঘাটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসের গ্রাহক শাকেরা বেগমের মরনোত্তর দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জোনাল অফিস কার্যালয়ে মরহুমা শাকেরা বেগমের স্বামী কানাইঘাট সদর ইউপির আগ্রীপাড়া গ্রামের রুহুল আমিনের কাছে মরনোত্তর বীমা দাবীর ৩৯ হাজার ৮ টাকার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীর চিফ জোনাল ম্যানেজার বীমা ব্যক্তিত্ব হরিপদ রায়, কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ এড. আব্দুল হাই, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, মানচিত্র প্রতিনিধি আহমেদুল কবির মান্না, কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ডি.এম অলিউর রহমান, কর্মকর্তা ফয়েজ উদ্দিন, ফয়সল আহমদ জাকারিয়া, আবুল হোসেন, সুমা রানী দাস, আলতাফ হোসেন প্রমুখ। প্রসজ্ঞত যে, ৪ সন্তানের জননী শাকেরা বেগম কানাইঘাট জোনাল অফিসে ৮হাজার ১০০ টাকার ৩টি কিস্তি জমা দিয়ে ৩২ বছর বয়সে মারা গেলে তার সমূহ বীমা দাবীর ৩৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। জোনাল অফিসের ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসের গ্রাহকদের মরনোত্তর বীমা দাবী পরিশোধের ২০১৭ সালে ৫৩৫ জন গ্রাহককে মুনাফা বাবদ ৭৬ লক্ষ ৩৫ হাজার ৫৫৫ টাকা প্রদান করা হয়েছে এবং মেয়াদপূর্ণ ৯৩ জন গ্রাহকে ৯৭ লক্ষ ৫৯ হাজার ২২৯ টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়